বন্ধু আমার এ মনের আশা
প্রেমের দামে কেনা,
বন্ধু আমার প্রাণের কাঁপন
বিশ্ববাসীর চিরচেনা।
হাজার যুগের হৃদস্পন্দনে
জমলো শুধুই দেনা,
গদ্য গান শিল্প কাব্যকলায়
গান কবিতা যত গল্পগাথায়
লক্ষ্যযুগের অশ্রুপাতে খুঁজি
তোর মনের ঠিকানা।
আবার যখন এমনকে বলি
গদ্যপদ্য গান লিখি
হৃদয়েপটে ঝলসে ওঠে শুধু
আগুন ঝিকিমিক।
কাছে দূরে বাজলো যত দূর
বিষাদ বীনে হৃদয় ভাঙা সুর।(তবু)
তুই যে আমার আনন্দ গান
আরাধনার সোনা,
তুই মোর বিহানবেলার গান
স্বপ্ন দিয়ে বোনা।