খোলো খোলো,খেলো গো আঁখি।
বনে বনে তোমারে ডাকে পাখি।
খোলো গো আঁখি।।
নিশার গভীর ঘুমে
চাঁদের কিরণ চুমে,
বাঁধে চরণ কুসুমে
আমি বৈরাগী।
খোলো গো আঁখি।।
স্বপনে খুঁজিছ যারে
এলাম গো বহির্দ্বারে,
লহ গো তুলে অর্ন্তদ্বারে
কর সুখের ভাগী।
খোলা গো আঁখি।।