হাজার কোটি প্রেমিকেরা
ঢালে বুকের রক্ত
ভালোবাসার মান বাঁচাতে
পণ করে যে শক্ত।
পিতা মাতার ভাষণ শুনে
কাঁপে না তার বুক
প্রেমের তরে জীবন দিতে
থাকে যে উন্মুখ।
প্রেমের পণ রাখতে গিয়ে
মাথায় ছোড়ে গুলি
পথে-ঘাটে বাড়ি ঘরে তাই
উড়াতে চাই খুলি।
পরান দিয়ে রাখে তারাই
ভালোবাসার মান
সারা বিশ্ব গায় যে এখন
ভালোবাসার গান।