এসেছি আজি জীবন সংগ্রামে
গোলাপ হয়ে ফুটতে,
আমাার প্রতিভা বিকাশিত হউক
নব এই গ্রন্থে ।
কবির খোঁজে কবিতা আজি
ফুটুক বনফুল ।
তারি রূপ রস গন্ধে ব্যাকুল
হোক না ভক্তকুল ।
যাদের মর্ম ছুঁয়ে সকল কবি
হয়েছিল বিকাশিত
সে পাঠকের প্রতি শুভেচ্ছা অর্ঘ্য
প্রীতিপূর্ণ সাধুবাদ শত ।