তুই ছিলি আমার আপন
কেন হলে পর,
মিটালি না পিপাসা মোর
কেন ভাঁঙ ঘর!
সেযে আমার বিপদ দেখে
ফেলে গেলো একা,
ভালোবেসে সেই বিপদে
দেয়নি কেহ দেখা!
জনম জনম গেল বয়ে
চরণ ধরে হাত,
চাতক বেশে তোরে সেধে
কেঁদে কাটাই রাত!
কার পরশে মনটা তাহার
চলে বনতলে,
একটু আদর কে করেছে
পিছে পিছে চলে?
একা ঘরে মোর দিপ শিখা
তারে ভেবে নেভে,
মোর জীবনের অতীত গুলি
কে ফিরিয়ে দেবে?