ঝরেছে অঝোরে নয়নের বারি।
পরানে গহন ঘোর,
কাঁপন উঠেছে জোর,
বাঁধিব প্রণয় ডোর
চাই একা কুমারী ।।
ঘরেতে নেই বাতি,
অন্ধ আঁধার রাতি,
কুঠিরে নেই সাথী
চাই যে হৃদয়-চারী।।
চমকিত চপলা,
দেখি ভয়-বিভলা
একাকী সে নারী।।