ওরে আমার সোনা বন্ধু রে
তুই যে আমার মাথার বেণী
দ’হাতের বেলুয়ারি চুড়ি
ওই চোখের ইশারাতে আমার
এই মন করলি রে চুরি৷৷
তোমায় না দেখিলে আমার
প্রাণ করে যে আনচান
হায়রে! তুই যে আমার আঁধার রাতের
পূর্ণিমা তিথির চাঁন
ওরে পাখির মতো উড়াল দিয়ে
যেও না আমারে ছাড়ি
থাক না থাক না জুড়ে বুকের কুঠুরি ।।