রাতের আকাশ নানা রঙের
           এক বেশ ধরে ঘোরে,
           আঁধার রাতে ওই আকাশে
           আলো জ্বেলে ওড়ে।

           সবাই যখন রাস্তা ঘাটে
           ঘর বাড়িতে থাকে,
           আলোর পাখি তখন মোদের
           চোখেতে ঘুম আঁকে।

           তখন তাকে সবাই দেখে
যখন    স্বপন আঁকে চোখে,
           আলোর পাখির বুক জ্বেলে সে
মোদের পথ দেখায় পরলোকে।