ওরাই সন্ত্রাস, সন্ত্রাসী বানায়
ওরাই করে প্রচার,
ওরা আবার মুখোশ পরে হায়!
পরে বসায় বিচার।
ওরা মারে মানুষ আয়েশ করে
রটায় অন্য খবর,
চাটুকার তা নিঃশর্তে মান্যবরে
মাথায় এদের গবর।
তারা নতুন করে পাশে দাঁড়ায়
নতুন কোনো শর্তে,
মুসলিমের ভাগ্যে দুর্গতি ধাঁয়
সিংহ,সাপের গর্তে।
চুপ করে রয় ওই খবর দাতা
বিশ্ববাসী রয় চুপ,
নিন্দুকের ওই মুখে নেই কথা
নীতিবান জ্বালায় ধুপ।
মুসলিম মারিলে সন্ত্রাস কহে
ওরা মারলে সীতা,
মুসলিম চামচা চুপ করে রহে
তানাখ,বাইবেল,গীতা।
ওদের মানিলে মানবতা কহে
কোরান মনিলে বীর,
বিজাতির জ্ঞানের ধনুকে রহে
বিষাক্ত কলুষ তীর।
ওরাই মোদের সন্ত্রাসী বানায়
সাজায় মিথ্যা খবর,
মোরা ওদের চক্রান্তের স্বীকার
ওরা সন্ত্রাসের কারিগর।