জপিছে তোমার নাম আকুল অন্তরে
হে প্রভু, বসন্ত-সৃজনী,কলকণ্ঠস্বরে
জাগাও ডাহুক ডাক বুকের নন্দনে,
ফুটাও সুরভী কুসুম মোর প্রেমকাননে।
কুৎসিত পাপী আজি তোমারে ডাকিছে-
তুমি না ক্ষমীলে মানব জনম তো মিছে!
তব গুণগানে অধমের প্রাণ আকুল
কৌতূহলে হৃদয় ফোটে উন্মত্ত ফুল।
আমার মনের কোণে তব ধ্যান আসি
নিখিল ফুলের রাজ্যে করে গো উদাসী।
ভিখারি ভৃত্য আজ তোমারে ডাকিছে
তুমি না ক্ষমীলে মানব জনম তো মিছে!
কণ্ঠ কূজিতে চাই তোমারে আহ্বান,
শ্বাস-প্রশ্বাসে ধ্বনিছে তব স্তবগান,—
ধরণীর রূপ রস গন্ধ স্পর্শ গান জুড়ি
এ হৃদয় ছড়াতে চাই তোমার মাধুরি;
দশদিক জুড়ে প্রাণ তোমারে মাগিছে
তুমি না ক্ষমীলে মানব জনম তো মিছে!