আজ বুঝি জীবনটা হেলাখেলায় উড়িয়ে
উড়তে উড়তে ঘুরতে ঘুরতে গেল ফুরিয়ে।
গোলেমালে হেলেদুলে আকাশেতে উড়ে
তালে তালে নাচের তালে হৃদয়টা পুড়ে
কাছে আসলোনা ভালোবাসলোনা বয়স কালে
রঙিন প্রেমের ফুল ফুটেছিল নেইনি কেউ কুড়িয়ে।
আজ যাই কাল যাই কতোদিন বাঁচো
হাহুতাশ ছেড়ে আজ ডিসকো নাচো
আমারে বেকুব পেয়ে হাতে ধরো ফূর্তি করো
নাচো ডিসকো নাচো আরো জোরে জোরে
কাছে এসো কিসের লজ্জা লাভ কি মাথা ঘুরিয়ে।