ইচ্ছে করে তোমায় নিয়ে
হরেক রঙে সাজি,
ইচ্ছে মতো পেখম মেলি
নীল আকাশে আজি।
নীল পাহাড়ের চুঁড়োয় গিয়ে
কিংবা রংধনুর রং দিয়ে
তোমায় আজি রাঙি,
বিদঘুটে সব কষ্টগুলো
ভালোবেসে ভাঙি।
আমার মনের ইচ্ছে গুলো
বুকের ভেতর ঘোরে,
বাস্তবে তা বুকের মাঝে
হানে আঘাত বৃত্তাকারে।