আমার শয়নে আমার স্বপনে
পরান-প্রিয়, তুমি আছ একা।
আমার নয়নে আমার ধেয়ানে
ঘুমের ঘোরে দিও গো দেখা।।
আমার সাধনে আমার কাঁদনে
অশ্রু ঝরাব নিরবে একা।।
তোমার পথে আসলে কভু ভুলে
নিঃস্ব রিক্ত আমি নিও তুলে
জানি হবে না পুজা এ বন-ফুলে,
হেলা-ভরে রই আমি অদেখা।।