নাইয়া,কর পার উতল অশ্রুণীর
চোখে-জল অকুল দরিয়ার তীর ॥
বুক ফাটিয়া জোয়ার আসে,
নেমেছে আঁধার,দুচোখ ভাসে
বধু দাও ফুল মরি পিয়াসে
কাঁদে বাঁশরী সুরে অধীর।।
বইছে খরতর মধুমাস,
এ চৈতী-বাতাস করে উদাস
বুকে বুকে ওঠে গো নিশাস
আশাহত করে এই মন্দির ।।