বাজিয়ে নুপুরের রিনি ঝিনি,
কে যায় বুনো-পথে উদাসিনী।।
আমারে ডেকে বলে
ছল ছল কত যে ছলে
ছুঁলে উছলে জলে
যেন দেব বাসিনী।।
তোমার কাঞ্চন মাগি
চির হতভাগী
আছে আশায় জাগি
চাঁদের চাঁদিনি।।
বুকেতে রণতরী,
চাহেনা নীল-পরী
চলে কাল অঙ্গুরি
পুরা কাহিনি।।