গল্প শোনো গান শোনো শোনো সুরেলা ধ্বনি
সুখের সাগরে ভাসতে ছিল রাজা আর রানী
কল্পনায় হাসি আর গানে ভরা তাদের কাহিনী।
তাদের চোখে স্বপ্ন ছিল যে দারুণ ঝড়ে ওড়া
খেয়ালী স্বপ্নে বিভোর হয়েছিল একজোড়া
রাজার ভাগ্যেলিখন ছিল শোক দিয়ে মোড়া
বিচ্ছেদও অনলের কথা কভু তারা ভাবেনি।
কালবৈশাখী ঝড় এসে দিয়ে গেল যে নাড়া
ভাগ্যের কাছে আজ পরাজিত সৈনিক তারা
রানী পেল গৃহ আর রাজা হল চির গৃহহারা
রানী সুখ সারি রাজা কবির করুন লেখনি।