ভালোবেসে তোমার আসবো কাছে
সে সাহস কভু হবে না আমার,
মনে কত যে কথা লুকানো আছে
এ জীবনে বলা হলো না আর ।।
এ মনের খবর কেউ তো রাখে না
এ ব্যথা তুমি চেয়ে দেখ না
আমি আর জানে বিধাতা আমার
তোমার কাছে নাই বা থাকলো দাম তার।।
এ জীবনে তুমি আমার হবে না
নিশিদিন কেউ তব স্মরিবে না
আমি নিরালায় সাধিব ক্ষণে ক্ষণে
কারো কাছে বলবো না আমি তোমার ।।