বসন্ত আমার বসন কেড়েছে দিয়ে বসন্ত দোলা
আমার প্রিয়ার প্রেম কাননে বাসনার দ্বার খোলা।
পাপ সাগরে অথৈই জলে ডুবে আছে চারিধার
আশাহত নই  ব্যথিত পরাণে পাবো ফিরে আবার !
আতিক্ত বসন সঞ্চিত প্রেম মোর বেদনার সঞ্চারী,
দৈন্য এ দশা তবু মিটেনা পিপাসা ধন্য কর উদ্ধারী।
তাকিয়ে দেখো আমার প্রিয়া তোমায় হৃদয়ে করতে বরণ
আমার চিত্তে নিত্যে নিত্যে সব বাসনার হয়যে মরন।
পুস্প উদ্যানে সুশোভিত করে রাখবো তোমার চরণ !
তব চরণের ধুলায় মিশেগো হয় যদি মোর  মরণ ।
ধন্য হবে মোর খনিকের তরে ধরণীতে আসা যাওয়া
ধন্য হবে মোর বসন্ত বাসনার সকল চাওয়া পাওয়া