এইতো সেদিন, নবোদিত ছোট্র শিশু হয়ে,
ধরাধামে এলাম যেন।
বাবার আদরের,খোঁচা খোঁচা দাড়ির আঁচড়
এখনো অবয়বে মম।
মায়ের মমতায়.শাড়ীর আচঁলে,অগুণ লুকিয়ে,
হল গত কত দিন।
অথচ মন বলে, স্মৃতির পাতা মেলে স্মরণে অমলিন
এইতো সেদিন!
বেদনা-বিধুরর করে মা-বাবা হলো গত
হায়রে কত দিন!
মা-বাবার আদরের বিরহ স্মৃতি হয়ে কাঁদেযে স্মৃতির
মিনারে নিয়ে ঋণ।
ছেলেরা হল বড় পড়েযে কলেজে এইতো সেদিন
তবু মন বলেযে।
স্মৃতির পটে আকা ছোট্র শিশু হয়ে জন্ম নিলো যেন
এইতে সেদিন!
দিলাাম যারে মোর সমস্ত সত্তা দেহ আর মনে ছিলো
আমার বলতে যা।
এইতো সেদিন
আমায় ফাকি দিয়ে স্মৃতির আকাশে, অধরা হয়ে
লুকিয়ে আছে সে।
বয়সে হল গত সুবর্ণ জয়ন্তী মনে হয় চলে গেলো
এইতো সেদিন মোর জন্মতিথি।