এক দোকানি পোষতো তোতা মিষ্টি করে বলতো কথা
তোতার কথা শোনতে সবাই ভিড় জমাতো সেই দোকানে
দোকানিতো বেজায় খুশি এমন স্বাদের তোতা পুষি
বেচা বিক্রি বাড়ার ফলে লাভ হল তার ঢেরযে বেশী
সেই দোকানি গেল বাড়ি তোতাকে রেখে দোকানেে
একা পেয়ে একটি বিড়াল চেয়ে আছে তোতার পানে
তোতার মনে কুটিল বুদ্ধি বিড়ালকে সে দেবে শাস্তি
এক ধাক্কায় তেলের পাত্র মারলো ছুড়ে বিড়াল পানে
হায়! আহা! হল একি পাত্র গিয়ে পড়লো দেখি
কাঠের চৌকি করে নির্মাণ মালিক বসতো যেই আসনে
এমন সময় আসলো মালিক বসলো গিয়ে সেই আসনে
ভিজে তেলে জবজব জলমলে তার জামা খানা।
দেখলো মালিক চারদিকে তার ছরিয়ে আছে তেলের ছিটা
এমন কর্ম করল শেষে বজ্জাত তোতা পাখিটা!
রাগে ক্ষোবে সেই দোকানি তোতার মাথার পালক ধরে
মেরে মেরে টেনে টেনে সকল পালক নিলো তুলে
সেদিন হতে তোতা পাখির হয়ে গেলো জবান বন্ধ।
দোকানদারতো হল কাহিল তোতার এমন আচরণে
লাভের আশায় পড়লযে বাজ বোবা তোতার কারণে