মোর ললাটের ঠিক যেন মাঝখানে,
জ্যোতিস্মান ঐ কার ছবিটি ভাসে!
কি মনোহর দিব্য কান্তি বেশে,
শিহরিত করে যায় চলে অবশেষে।
জগতের তরে আর কিছু না চাই,
সেই মায়া মুখ যেন ফিরে ফিরে আসে,
মোর আঁখিতে সদাই যেন ভাসে।
আসো বন্ধু হয়ে আমার সখা,
হৃদয় মাঝে আছে আসন রাখা,
সেই আসনে থেকো সদাই বসে,
ডুবে যাই যেন সদাই প্রেমোরসে।
মোর বক্ষের মধ্যখানে আসি,
নিরবে তুমি ঘুমাও হে পিয়াসী,
হয়ে যাই যেন তোমাতেই বে খবর,
আমার মাঝে হয়যে তোমার কবর।
আমার আমিযে হয়ে আছে বড় কালো,
সেই কালোতে জ্বালাও তোমার আলো।