বিশ্বাস তোমায় থমকে রাখে সামনে ডাকে অংশিবাদ,
হও যদি বীর নবীন প্রেমিক জানাও তাদের নিন্দাবাদ।
হৃদয় মাঝে দেখো চেয়ে ঐ হেরেমের নেকাব খুলে
তোমার মাঝে আছে সে”জন যাকে তুমি আছো ভুলে
যে”জন তোমার আছে মিশে দেহ মনে সত্বা জুড়ে
কত ভালোবেসে কষ্যিন কালেও যায়নি কখনো ছেড়ে।
কোন সেজদায় করবে আদায় সেই সুজনের বন্দনা?
যেই সেজদায় থাকেনা হায় মাথা উঠার যন্ত্রনা।
নামাজ সেতো প্রতিষ্টিত প্রথা পড়লে পাবে বেহেশত
কারো প্রেমে আহা, ওহ, করা নয় ইবাদতের শর্ত
তুমিযে ঠক নিজেই তুমি কর নিজের বন্দনা
সেই সেজদা দাওনি কভু মুখে যা বল মন্দনা !
আমি“র পুজারী তুমি হও হুশিয়ার সতর্ক
এই আমিটাই রুখবে তোমায় হয়ে খান্নাছ স্বগর্ব !
দাও বিলিয়ে মোরশেদ মাঝে দেহ মনের র্স্ববস্ব
তার আদেশে হও আগুয়ান তুমি মুরীদ তাই মৃত !
হে বীর তুমি হবেই জয়ী থাকো যদি সে সেজদায়,
বেহেস্ত দোজখ থাকবে নিচে যেথায় তোমার কদম যায় ।