মোতিহার পরলে গলে মোহিত করে,
লাগে মনোহর!
ঝিনুকের যাতনা কি দেখেছে কেউ,
হয়ে মোতিমান?
অম্ল দ্রবনে আগুনে পুড়ে পুড়ে,
হল খাঁটি সোনা,
গহনায় থাকে শোভা মনোলোভা,
হয়ে যাতনা মলিন।
সাগরের গভীর জলে প্রাচীর করে,
গড়ে প্রবাল দ্বীপ!
প্রবালের সেই দৃঢ়তা দেখেনা কেউ ,
গহনার শোভাতে।
কত তেজে পুড়ে পুড়ে প্রবল বলে হয়,
হীরা চুনি পান্না!
গহনায় থাকে ঝলক দেখায় চমক,
ঢেকে যে তার কান্না!
জগতে ময়ার বাধন বেধে দিলেন,
খোদাপাক পরোয়ার,
সে মায়ার বাধন ভূলে আসো চলে,
সেই রাহে খোদার।
খোদাযে একটি থলি দিয়ে তোমায়,
পাঠায় জগৎ বাজার!
সে থলি প্রেম বিনে কি নিবে ভরে ,
বাকি সব অসার?
হয়ে আজ দীন ভিখারী সকল ছাড়ি,
আসো প্রেমের হাটে
সে হাটে মোরশেদ পানে সব বিলিয়ে,
প্রেমে যাও মজে।