ক্ষমতার দম্ভ করোনাকো ভাই ,
ক্ষমতা থাকেনা চিরদিন।
ক্ষমতার লোভে হইনা মত্ত,
বাড়বে পাপের বোঝা দিনে দিন।
আজকে তোমার ক্ষমতার জোড়ে
তোমরা দেখাও কত নিজের প্রভাব !
তোমাদের আছে শুধু কৃপনতা,
ভালোবাসার আজ বড়ই অভাব।
ভুলে যাও কেন মাথার উপরে
বসে আছেন মহা নটবর !
হলে কোন ত্রুটি বিচ্যুতি
সেথা পাবে শাস্তি অবিরল।
মিথ্যে এতটুকু বলিনি ভাই,
দেখেছি মহান খোদার বিচার
কত সুক্ষ যার তুলনা নাই !
দেখেছি কত রথি-মহা রথি
হয়ে অকৃপ পেয়েছে অঘ !
সেই অঘাদের অতিদর্পে
কেঁপেছে যখন খোদার আরশ
পাঠিয়েছে সেথা অন্য অকৃপ
সেই অঘাদের দিতে সাজা।
ভুলে কি আছো পাক কেরআনের
সমতার চির অমিয় বানী ?
হয়োনা তোমরা জুলুম কারী,
জুলুম কারী করতে দমন
পাঠাই আবার জুলুম কারী।