খোদার সুরত হতে জন্মিলি মানব রুপেতে
শ্রেষ্ঠতে স্থান পেলি আশরাফুল মাখলুকাতে
পেয়ে সে মানব জনম দিন ও দুনিয়া ভুলে
টাকার পূজারী হলি রাজনীতির ধোয়া তুলে
টাকার পাহাড় খাবি. পেট ভরে মন খুলে?
টাকার পূজারী তুই,,টাকা খা টাকা খা !
উন্নয়নের কাজ করবে সঠিক যারা,
তোর ভয়ে ভীত হয়ে কাজ ছেড়ে পালায় তারা
দুবেলাতে ডাল ভাত সাথে একটু মাছ,
এই হলে পেট ভরে খিদে মিটে বারোমাস।
কত ক্ষুধা তোর পেটে খেলি তুই খেয়াঘাট
কাঁচা বাজার, নর্দমা,অথবা গরুর হাট,
এত খেলি তবু কেন খিদে তোর মিটে না?
টাকার পূজারী তুই,টাকা খা টাকা খা !
তোর ক্ষুধা মিটাতে যে বাড়ল গাড়ির ভাড়া
খেসারত দেয় শুধু নিত্য জনতারা।
চাঁদাবাজি মাস্তানি করিস অপহরণ,
জুতচুরি রাহাজানি গুম খুন মুক্তিপণ
মদ জুয়া ক্যাসিনো হারাম যত কাজ,
হালাল করলি তারে লাগিয়ে টাকার গাছ
টাকাইতো তোর খোদা তাইতো মিটেনা ক্ষুধা
টাকার পূজারী তুই,টাকা খা টাকা খা !
টাকার পাহাড় ঢলে পড়ল যখন বুকে,
নেই কোন মামা খালু বাঁচাবে যে আজ তোকে।
পরকালে কিবা হবে নাইবা ভাবলি আজ
ইহকালে কে বাঁচাবে পড়ল কপালে ভাঁজ ?
ভেবেছিস পার পাবি হয়তো টাকার জোরে
মরণ কালে ঔষুধ নাই সে কথাটি গেলি ভুলে?
গড়লি টাকার জোরে সৌর্যের বীর্যের ঘাঁটি
যাবে শুধু তোর সাথে সারে তিন হাত কাফনের আটি।