আর একটু বসে থাকতে দাও একা
নির্বাসিত রাজা যেমন লুকিয়ে থাকে ছদ্মবেশে,
ঠিক তেমনি।
এই পুকুর পাড়
এই বটের ছায়া....
আরো ;আরো একটু বসতে দাও আমায়।
ভীষণ ক্লান্ত আমি,
ক্লান্তি আমার সর্ব শরীর জুড়ে।
পড়ন্ত বিকেলের শেষ শিকার মুখে নিয়ে চলে গেল বক,
তারও ভীষণ তাড়া
আমার তো আর কেউ নেই --কিছু নেই
আমি ফিরবো আরো আরো পরে।
সব আলো নিভে গেলে
একটা-দুটো করে তারা উঠে আকাশটা ভরাবে।
সমস্ত কোলাহল শান্ত হয়ে আসবে যখন
শহরের বুকে যখন শুন্য হবে জন মানব
আকণ্ঠ নেশায় বুঁদ হয়ে ফিরবো আমি।
তখন আমি রাজা,
চন্দ্র তারা আমার কথায় কান ধরে উঠবস করবে
চাকর --বাকরের মতো
বারবনিতা পায়ে বাঁধবো নূপুর।
এই অন্ধকারে ঘন অন্ধকারে।
ঝড়ের সাথে উড়িয়ে দেব
সব দুঃখ কষ্ট গুলো
জয়ধ্বজার মতো উড়বে সব পত-পত করে
তোমার ঘরের ঠিকানার অভিমুখে।