আমিতো স্বপ্ন দেখিনি কত দিন
যুদ্ধের বিভৎস চেহারা কেড়ে নিয়েছে আমার ঘুম।
পাহাড় দেশে আজ পরাধীন সূর্য ওঠে,
আমার চোখের গলভরে আজ শুধুই শূন্যতা।
পূর্ব বঙ্গ একদিন খালি পায়ে কলকাতায় আশ্রয় খোঁজে,
মৃত্যুর সাথে রাত যাপন করে আমার আদি পুরুষ।
আমি আজও খালি পায়ে আশ্রয় খুঁজি,
বাড়ী ঘর নিয়েছে কেড়ে মৌ-লোভীরা,শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।
যুদ্ধ আমার শৈশব কেড়েছে,
ছিনিয়ে নিয়েছে আমার আজন্ম আশ্রয়।আমার দেশ।
আমি এখন বাটি হাতে নিয়ে লঙ্গর খানার লাইনে,
আমার যৌবন হারিয়ে গেছে-ভালোবাসা হয়েছে শেষ।
এখন আর স্বপ্ন দেখিনা আমি,বেঁচে আছি এই বেশ।
প্রাণ ভয়ে আজ হয়েছি উদ্বাস্তু,
জানিনা কোথায় আমার সে স্বপ্নের সন্তান।
ভাবনা কিসের তার,যার জীবিত নেই দেশ।
রাত:-১০:৩০
তারিখ:-২২/০৮/২১