চেনাশোনা পৃথিবীটা পরিবর্তন হয়েগেল।
গুটি গুটি পায়ে সময় বয়ে গেছে মরা নদী দিয়ে।
মন পাখি ডানা মেলেছে নিজের মতো।
বদলে গেছে আমার পৃথিবী।
খুব ক্লান্ত মুখে বলেছিল প্রেমিকটি।
ঝলসানো বুকে হাত রেখে বলে ছিল প্রেমিকাটি "পরিবর্তন মেনে নিতে হয়, বলো হয় না কি?"
জানি সেই পরিবর্তনের বেলা বাড়তে --বাড়তে,
অনেক-অনেকখানি পথ তারা আরো পের হয়েছিল।
অনেক কষ্ট নিয়ে গেছিল দুজনই দুজনের কাছে, খানিক ভালোবাসার সুখে।
সেদিন বেজে ছিল মন্দিরে এমনি কাঁসর,ঘন্টা।
আজকের মত এক মন কেমনের অন্য স্রোতে।
যে সময়ের স্রোতে তারা ভুলে গেছিল সমস্ত দুঃখ, সমস্ত দিনশেষে অর্জিত শোক,অনন্ত কষ্ট।
আজ সেই সময়ের শ্রোতেই বিছিন্ন,
অন্ধকারেই বাক্স বন্দি থেকে তারা মিলিত হোক।
স্বপ্ন নাগচৌধূরী
সময় সন্ধে 7:30 23/11/19