সন্ধ্যা তারার মতোই তুমিও ছেড়ে চলে গেছো,
আমাকে একা ফেলে রেখে,তোমার সংসারী ডাকে।
এ হৃদয়--এ মন পড়ে আছে অনন্ত কাল জুড়ে
বন্ধ্যা জমির মতো,হাহাকার করতে করতে।
তুমি ও সময় সর্বদাই পরিবর্তনশীল--স্থায়িত্ব মুহুর্তের
হে প্রেমি,তোমার হৃদয়ের প্রেমেও ক্ষণিকের।

ভালোবাসার কাছে পাওয়ার যে দুঃসহ ইচ্ছে
আমি পোষণ করি প্রতি রাতের অন্ধকার জুড়ে
আমার হৃদয়ের গোপন কুঠরিতে
তা তুমি বা তোমার আত্মা কখনো খোঁজ পাওনি,
আমাদের আত্মিক সম্পর্ক না থাকার দরুন।

এ হৃদয় পড়ে আছে পোড়া মন্দিরের মতো
অনন্ত কাল ধরে জীর্ণ--বিদীর্ণ হয়ে।
শাশ্বত প্রেমের বাণী শোনার অপেক্ষায় থেকে থেকে
কতবার পুড়েছি জ্যোৎস্না রাতে
ভালোবাসা কোনোদিন.........
কোনোদিন শীতল হয়ে আসেনি।
আমার তোমার প্রতি সমস্ত অহংকার
ডুবিয়েছে আমাকে মৃত্যুর কাছে।
বেহায়া এ মন কতবার পুড়েছে প্রেমের জন্য।

ক্লান্ত ভীষণ ক্লান্ত হয়ে চেয়েছি প্রেমকে...
প্রেম আসেনি কোনোদিন।
কোনোদিন ভালোবাসা পাশে বসেনি আমার
আক্রান্ত এ মন বার বার গভীর ক্ষত নিয়ে গেছে
তোমার কাছে একটু শান্তির স্পর্শ পেতে,
ছুঁয়ে দেখার এক অনন্ত অনুভূতি নিয়ে
কিন্তু তুমি আসোনি শ্রীপর্ণা।
এ হৃদয় আজ বন্ধ্যা জমির মতো পড়ে আছে।

জানি তোমায় পাবো না কোনদিন আমি
কোনো রাতে তুমি শুনবে না আমার অপ্রাপ্তি গুলো।
আসলে শ্রীপর্ণা আমাদের মিলন কোনোদিন সম্ভব নয়,
আমি যতই ভালোবাসার জন্য হাহাকার করিনা কেন
দিন শেষে আমাকে একাই ফিরতে হবে বাসায়।
যে একাকীত্ব আমাদের ধর্ম তলার ভীড় বাজার থেকে
কফি হাউস পর্যন্ত একা রাখে।
একাকীত্বেই এই অনুভূতি তোমায়
আমার ভালোবাসা কে অস্বীকার করার শক্তি যোগায়।

                                       সময়:রাত ১১টা
                                       তারিখ:২৩/১০/২০