পাতা ঝড়া যে দিনগুলিতে তুমি চলে গেছো
আমাকে ছেড়ে সে দিনগুলিতে.......
আমিও,
একলা শীতের কম্বলের উমে নিজেকে আবৃত রেখেছি।
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা
কত পূর্ণিমার একলা চাঁদ চলে গেছে
এ মনের উপর দিয়ে,তুমি তার খবর রাখনি।
খয়েরী রঙের মাটি ক্রমে কালো হয়েছে,
শ্মশানের আগুনে অনেক বছর ধরে।
আজ এই চল্লিশটা বসন্ত পর
তোমার বেলা ভূমে বেড়ে উঠবো না আর,
আমি অযাচিত কাঁটা গাছের মতো।
আশ্রয়হীন চোখের প্রশ্রয়হীন এ জীবন!
ছন্নছাড়া--বাউন্ডুলে এ জীবন!
আসা--আকাঙ্ক্ষা হীন এ জীবন!
এ জীবন আমি বড্ড ভালোবাসি।
তাই আর এ অসময়ে যাবো না তোমার কাছে,
তোমার সাজানো সন্তান--সন্ততির সংসারে
সময় মতো একলা নীরবে সরে যাবো।
ছড়িয়ে পড়বো কৃতিনাসার মতো দিক--বিদিক
একলা কাশ ফুলের ঝোঁপে,
পলি মাটির প্রতিটি কণায় কণায়।
তারিখ: ২৭/১০/২০
সময়: ১১টা