সেই বাদামি চুলের মেয়েটাও আজ হারিয়ে গেছে
সন্ধ্যা তারার মতো ঝরে গেছে আমাদের সব লেনদেন।
বলে ছিল সে চলে যাবে না, আমায় ছেড়ে .........
দিয়েছিল তার প্রতিশ্রুতি।
প্রতিশ্রুতি তো আরো অনেকে দেয়
দেওয়াল জুড়ে ইস্তাহার লেখা থাকে,
ক্ষমতা লোভী-অর্থ লোভীদের আঁতাত।
পতাকা রাতের অন্ধকারে বদলে যায়
সাধারণ মরে সাধারণ যন্ত্রনায়।
অন্ন-বস্ত্র যে সমাজের নৈতিক চাহিদা ,
বেঁচে থাকাই সেখানে বিলাসিতা।
সাধারণের যেখানে সমস্যা গুলো দীর্ঘনিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে,জীবন ছুটে মন্থন গতি নিয়ে,
ভুর পেটে আরো মেদ বাড়ে
সমস্যা গুলিকে বিক্রি করে দিয়ে অর্জিত সম্পত্তির মতো।
তবুও দেশ চলে ...........
মৃত মানুষের রক্তে দিনলিপি সহি হয়।
মাটির দেওয়ালে লেখা থাকে কাজের ফিরিস্তি
মানুষ পড়ে থাকে ভাঙা মেরুদণ্ড নিয়ে
দু-মুঠো অন্ন খোঁজে চোখ -
শুন্য দৃষ্টি নিয়ে শাসকের প্রতি......