অভিসারের যাওয়ার কিছু সময় পর
তুমি যখন বিজয়ী শরীর নিয়ে
রণ ক্লান্ত সৈনিকের মতো
শুয়ে পড়লে আমার পাশে,
আমি তোমার লোমশ বুকে খুঁজেছি আশ্রয়।
সর্বনাশের সে আগুনের খেলায়
আঙ্গুল বার বার ছুঁতে চেয়েছে তোমার গভীরে।

আগুন তো সবকিছু পুড়িয়ে খাই
ভালো_মন্দ, জয়_পরাজয় সব ......
তোমার শরীর জুড়ে যে আগুন জ্বলছে
সে আগুন তৃপ্তি সুখে পুড়িয়ে ফেলছে আমার আমিকে
আমি ভয়ার্ত হরিণ শাবক, এখন তোমার কাছে....
আমার প্রয়োজন এক নিরাপদ  আশ্রয়।
আমার চোখে এখন তোমায় জড়িয়ে বাঁচার তৃষা।

তার পর অনেক গুলো জ্যোৎস্না রাতে
আমরা হারিয়ে গেছি উষ্ণতা বিনিময়ে,
বকুলের সুরভী মেশানো সেই সব সুদীর্ঘ রাত....
আমি মশগুল তোমার প্রেমে সেই সব রাত,
আমার প্রেমিক সাজা সেই সব রাত।

আজ এই অসময়ে বড্ড মনে পড়ছে সেই সব রাত....
আজও রাত নামে,গভীর সমস্ত রাত!
আমার ক্লান্ত বিছানা জুড়ে আমি একলা জেগে রই,
দীর্ঘ নির্বাসনের মতো.....
একাকীত্ব কে সঙ্গে নিয়ে।

তার পর প্রবাহিত হয় জীবন প্রবাহে
সারা শরীর জুড়ে লেগে থাকে গত রাতের বিরহ ব্যথা।
আমার আমি যে ভীষণ একলা
প্রতি ক্ষনে _ক্ষনে অনুভব করি আমি,
মৃত্যুর মতন সমস্ত রাত আমায় যন্ত্রণা দেয়।
দিনের আলোয় অনুভব করি জীবিত আমার আমিকে,
আমার তোমার ক্ষুধার্ত চাহনি মনে পড়ে......


সময়:-৩:২০
তারিখ:-২৮/০৬/২১