প্রেম বৃষ্টির এই শহর ছেড়ে তুমি চলে গেছো বহুদিন
আজ-কাল আর দেখা হয় না আমাদের,
কথাও হয় না তেমন আর ৷
মুঠোফোন মিথ্যে মনে হয়
তোমার হাতেও সময় নেই, সময় কাটাবার।
কবে যেন তোমায় ভালবেসে স্বপ্ন দেখেছিলেম
চাঁদ-তারার দেশে যাওয়ার!
চাঁদ সে দেশে বারোমাস জ্বলে,
সে দেশ দেখার ইচ্ছে আজ মৃত......
দূরত্ব এখন চিরস্থায়ী অস্তিম সূর্যের মতো।
যে আমি,আমার আমি;সে আমিও আজ আর নেই
মরা নদীর মতো হারিয়ে গেছে সব।
আমার খরস্রোতা,চঞ্চলা নদী শুকিয়ে গেছে,
জীবন মৃত্যুর মাঝে বেঁচে আছি কোনোমতে- রিতা,
তুমি পাশে নেই বলে।