হারিয়ে গেছে বক্সী গঞ্জ অনেক আলোর ভিড়ে,
হারিয়ে যাচ্ছে গোরা-রা আজ বেকারত্বের ভারে।
সোনার বাংলা লুটায়ে পড়েছে নত মস্তকে,
বাংলা ভাগ দেখেছে বাঙালি নিজেরা দাঁড়িয়ে থেকে।
হিন্দু-মুসলিম ভাই-ভায়ের প্রতি উদ্ধত তরবারি
রক্তে ঢাকা ভবিষ্যতে বঙ্গ নর ও নারী।
অতীতের সেই বাংলা আজ কাঁদছে দিবা-রাত,
শান্তির খোঁজে বাঙালির ভরসা আজো রবীন্দ্রনাথ।
শান্ত পল্লী,শীতল জল অতীত বাংলায়
কাঁটাতার শুধু সীমানা নয়!হৃদয় আক্রান্ত বেদনায়।
তবু তুমি আছো,আছে শান্তির বাণী
বাঙালী জাগবে আবার, জাগবে ভারত জননী।
আজ শিক্ষা ব্যবস্থা অস্তা চলে জীবন ভীষণ কঠিন,
তোমার চিন্তা!তোমার ভাবনা!প্রাসঙ্গিক প্রতিদিন।
তোমার কাছে দু-দন্ড বসা!নিঃশব্দে শান্তি ভীষণ,
তুমি রবীন্দ্রনাথ!মানবতার-মানুষের হৃদয়ে আপন।
তারিখ:-০৭/০৫/২১
সময়:-১১টা