প্রেমিকা তুমি বনলতা সেন হবে?
তোমার সমস্ত প্রেমের আবরণ উন্মোচন করতে করতে
আমার দিকে তাকাবে একবার,পাখির নীড়ের মতো!
সে দৃষ্টি আমার সমস্ত দিনের ক্লান্তি ছেড়ে
আমার হৃদয়কে আন্দোলিত করবে অন্য গভীরতায়।

আমি কোনো দূর অন্ধকারে বিদর্ভ নগরে হারাবোনা
কোনোদিন তোমাকে আক্ষেপ করতে হবে না"কোথায় ছিলেন" বলে
প্রেমিকা!ও প্রেমিকা তুমি বনলতা সেন হবে?
আমার ক্লান্তিরা আসবে না তোমার স্পর্শে শিশিরের শব্দ
আমার নাবিক মন আর কখনো হারাবে না দিশা।
প্রেমিকা!ও প্রেমিকা!তুমি বনলতা!বনলতা সেন হবে?

আমি নাটোর কিংবা সিংহল কোনো দেশ দেখিনি
তোমার চোখে চোখ রেখে হৃদয়ের সব পাণ্ডুলিপি ধূসর,
ফিরে আসা সব পাখির মতো,মরে যাওয়া সব নদীর মতো
প্রেমিকা তুমি ফিরে আসবে আমার কাছে?বনলতা সেন হয়ে?
প্রেমিকা ও প্রেমিকা!বনলতা সেন হবে?

                                         তারিখ:-২২/০৮/২০
                                         সময়:-রাত ১২টা