এখনো বেঁচে আছি,আমার আমি এখনো শেষ নয়
এই দান আজও প্রকৃতির সে এক অনন্য আশ্রয়।
সূর্যের আলোর প্রতি প্রতিটা জীবের চাহিদা অনেক
আলো বাঁচার লড়াইয়ে প্রকৃতির রসদ।
বিষয়ে গেছে মুক্ত বায়ু,মৃত্যু পুরী আজ,
তুমিও নিরাপদ নও,বদ্ধ চারিধার।
সিঁড়ি ভাঙতে ভাঙতে যত উপরে উঠছি
মৃত্যু মিছিল আজ তত পরিষ্কার।
কত প্রিয় মুখ চলে যায়,চলে যায় পরপার।
প্রতি নিঃশ্বাসে মৃত্যুর ডাক,
অসহায়!আমরা অসহায়!
তবুও বাঁচার আকুতি আছে,চোখে চোখ রাখা ভার
যারা জীবিত তাদের জীবন চাইছে মুক্তি এবার।
সুগন্ধ ফুল ফোটে,শিশু জল দেয় কঁচি হাতে তার
ফুলের গন্ধ মিশে বাতাসের বিষে,হাই!একাকার
মৃত্যু তুমি মানুষের মুক্তি জানো না,
আজ শুয়ে আছে বাক্যহীন হয়ে আমাদের অশ্রু বিন্দু।
সজাগ হয় নি আমাদের মৌন থাকা।
নতজানু হয়ে আজও বলা হলো না
আমাদের রক্ষা করো প্রকৃতি।
আমরা অসহায়!এই কংক্রিটের জঙ্গলে আজ বড্ড একা।
তারিখ:০৪/০৫/২১
সময়:রাত ১১ টা