বুঝলে,আসলে আমাদের প্রাক্তন যারা
জীবনের অনেক খানি শিক্ষা তারা দিয়ে যায় আমাদের ,
বিচ্ছেদের  দীর্ঘ-দিন,মাস,বছরের পরেও।
আমাদের ভালোবাসা-ই বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে।
অপ্রাপ্তির প্রেম গুলো একে অপর কে ডেকে
খোরাক যোগায় মন খারাপের।
তখন এই পোড়া মনে আবারো ছুঁয়ে দেখার ইচ্ছে হয়
স্বাদ হয় প্রাক্তনকে জড়িয়ে আবারো বলি ভালোবাসি।

আমরা তাদের  সঙ্গে নিয়ে যে শহর বানাই......
সে শহরে বর্তমান নিয়ে বাস করি।
জীবনের প্রতিক্ষেত্রে প্রাক্তনের দেওয়া শিক্ষে থেকে,
বর্তমান কে বাঁচায়;আগলে রাখি স্মৃতির যত বিস্মৃতি।
ধীরে ধীরে আবেগী মন  হয়ে ওঠে সংসারী
সন্তান -সন্ততি নিয়ে গড়ে ওঠে এক নতুন পৃথিবী।
পুরোনো সে শহর নতুন আদলে অচেনা লাগে ভীষণ।

বার বার প্রাক্তন এসে বলে যায়
এটা এমন টা না হলেও পারতো,
আমাদের গল্প টার হয়তো শেষ টা অন্যরকম  হতো।
দোষ-ভুল গুলোর ভাঙা চোরা চলে আবারো,
কিন্তু পৃথিবীর নিয়মে সব শেষ হওয়ার পর
আর কোনো অনুযোগ কোনো অভিযোগ থাকে না,
সব মেনে একলা রাতে থাকতে হয় একা সম্পূর্ণ একা
প্রাক্তনের সেই স্মৃতিতে বর্তমানের কোনো স্থান থাকে না