না রে সব আর আগের মতো নেই,না রে সব আর আগের মতো নেই,
চাইলেই আর ফোন নেই -কথা নেই
কারণে-অকারণে ঝগড়া নেই
কোনো বাহানা- কোনো অজুহাত নেই।

সত্যজিৎ নেই  ঋত্বিক ঘটক নেই,
বই মেলা নেই,খোলা মাঠ নেই।
আদর নেই -অপেক্ষা নেই।
না, আগের মতো আর কিচ্ছুটি নেই।

কোনো অভিযোগ নেই,কোনো অভিমান নেই
তাই আজ আর কোনো রাগ কোনো বিদ্ধেষ নেই।
কোনো প্রত্যাশা বা প্রয়োজন নেই,
না-রে  কোনো কিছুই আর আগের মতো নেই।

আমাদের দেখা নেই পোষে ফাগুনে
আমাদের দেখা নেই শরতে শ্রাবণে।
আমাদের দেখা  শুধু হৃদয় কাননে,
বারিধারা সিঞ্চিত এই দুটি মনে।
চাইলেই আর ফোন নেই -কথা নেই
কারণে-অকারণে ঝগড়া নেই
কোনো বাহানা- কোনো অজুহাত নেই।

সত্যজিৎ নেই  ঋত্বিক ঘটক নেই,
বই মেলা নেই,খোলা মাঠ নেই।
আদর নেই -অপেক্ষা নেই।
না, আগের মতো আর কিচ্ছুটি নেই।

কোনো অভিযোগ নেই,কোনো অভিমান নেই
তাই আজ আর কোনো রাগ কোনো বিদ্ধেষ নেই।
কোনো প্রত্যাশা বা প্রয়োজন নেই,
না-রে  কোনো কিছুই আর আগের মতো নেই।

আমাদের দেখা নেই পোষে ফাগুনে
আমাদের দেখা নেই শরতে শ্রাবণে।
আমাদের দেখা  শুধু হৃদয় কাননে,
বারিধারা সিঞ্চিত এই দুটি মনে।