শ্মশানের নিস্তব্ধতা বুকে নিয়ে আমি,
একলা বসে আছি
তোমার প্রেমে মশগুল হয়ে
এই নির্জন উপত্যকায়।
আহা!কী নীরবতা!আহা!কি শান্তি।

তোমার মতন করে তোমাকে ভাবা হল না আর
তুমিও ভাবনি আমার মতন করে।
একক সেনাপতির নির্দেশ মতো আমাদের যুদ্ধ।
যুদ্ধ শেষে শান্তি ফেরেনি ঘরে,
বিচ্ছেদের এত যুগ পরেও আমরা এক আছি।

সময় এখনো থমকে দাঁড়িয়ে আছে
জীবন ছুটেছে জীবনের মতো
আমার সমস্ত ভ্রাম্যমাণ ভুলেরা
সজাগ পাহারা  দেয় অতন্দ্র প্রহরীর মতো।


তবু আজ প্রেমিকেরা বুক চিতিয়ে বলে,
আমি ছিলাম -আমি আছি --আমি থাকবো
যুগের সব সঞ্চিত ভালোবাসা বিক্রি হলে।
আমাদের দেখা হবে সুরভিত গন্ধে!
বিনিদ্র সব মন খারাপের রাত্রে।


                                             সময়:-রাত ১১টা
                                              তারিখ:-১৫/০৪/২১