নতুন করেও করিয়ে শুরু পিছুটান আর ছাড়লে না,
আঁকড়ে ধরা হাতও পেলো দুর্নিবার যন্ত্রনা।
দিনের শেষে দুঃখই শুধু আমার বাড়ি ফেরে,
চোখের কাজল চুপিসারে অনেক কথা বলে।
চিন্তা হয়,কান্না মাঝেই শুধু পাবো আপন করে।
আকাশ পথে হয়তো হবে তোমার আমার দেখা,
সেই সুদিনের জন্য বুকে থাক একটু ফাঁকা।
একা থাকার দুঃখ অনেক আছে পরম সুখ
প্রতি রাতের কল্পনাতে তোমার নরম মুখ।
মুখের আদল তোমার হলেও বাস্তবের ফারাক।
ভাবনারা সব তোমায় ঘিরে
যেন লেগে থাকা বাস্তুসাপ।
প্রতি রাতেই কল্পনা মুখ অনেক কথা বলে,
নিজের হাতে আদর করি পরিচিত তালে।
ক্লান্ত হৃদয় শান্তি পাই তোমার স্পর্শ পেলে,
দূরত্বটা ভুলিয়ে আমায় ভাষাও চোখের জলে।
একলা রাতে সুখের স্মৃতি তোমার কল্প মুখ,
প্রতিদিনের ক্লান্তি শেষে আমার স্বর্গ সুখ।
সে আমার কল্প মুখ,সে আমার কল্প মুখ।