সূর্য কখনো বলেনি তার তেজের কথা,
চন্দ্র কখনও প্রকাশ করেনি তার আলোর স্নিগ্ধতা
সমুদ্র বলেনি কখনো তার জ্ঞানের গভীরতা
পাহাড় বলেনি তার বিস্তীর্ণতা,
পর্বত বলেনি তার উচ্চতার কথা।
বড় দের দেখে আমার বড় ভয়
বাবা_থেকে মামা বিস্ময়!
আমি বাড়তে চাই আমার মতন,
কিন্ত,ফ্ল্যাটের মতোই বদ্ধ আমার জীবন।
মুক্ত আকাশ ডেকে ডেকে ফেরে।
আমি মুখ লুকই শহরের অন্ধকারে,
হারিয়ে যায় আমার ছেলেবেলা ইঁদুর দৌড়ের মাঠে_
তোমাদের সেরার দৌড়ে_গভীর অন্ধকারে।
এবার ছেড়ে দাও_ছেড়ে দাও "বাঁচার অধিকারে"
ফুটবে আবার ফুল_সুগন্ধের সাথে হাজার অন্ধকারে।