তুমি চাঁদের কলঙ্ক মতো জড়িয়ে থাকো
আমার সমস্ত সত্ত্বা জুড়ে,
গভীরতায় তোমার হৃদয় সমুদ্র
ডুব দিয়ে সূচি স্নাত হওয়া যায় হাজার বার।
বসন্তের বাহারি ফুল হাতে
শীতের পরিযায়ী পাখির মতো
হৃদয়ে তোমার আনাগোনা
তুমি বুবলি

তোমার স্পর্শে ক্ষুধার্ত  আমি
তৃষ্ণার্ত আমার এ হৃদয়--মোন।
প্রতীক্ষার অপর নাম তুমি
তুমি বুবলি।

চেনা রোদের মতো তোমার শরীর--
তোমার চোখের চাউনিতে ধরা পড়েছি বার--বার
তোমার সীমানায়।
হাজার সূর্যের তাপে অঙ্গার করেছি নিজেকে
হাজার তারার দিকে তাকিয়ে
তোমার অপেক্ষায় আবহমান কাল ধরে।
তুমি বুবলি।


ফড়িংয়ের ডানার মতো তোমার স্পর্শ।
না ঘুমানো কত রজনী তে
ঘুমের মতো এসেছো তুমি,
করুন রাগিনীর মতো ফিরে ফিরে।
অকারণে মগ্ন করেছো আমার হৃদয়
তোমার মনোবিনার সুর মূর্ছনায়।

মন কাঁদানো বিকেলে তুমি আসো
তরতাজা সকালের মিষ্টতা নিয়ে।
মরচে পড়া চাঁদ কে সূর্যের আলোয়
তুমি আলোকিত করো, তোমার প্রেমে।
তুমি বুবলি,
ভালোবাসার অপর নাম।



                                     তারিখ:২৩/০৯/১৫
                                      সময়:রাত ০২টা