যদি আবার কখনো ভবিষ্যতের চিন্তা ফেলে,
আসতে পারো স্নিগ্ধ আলোর তলে
আমিও নিতে পারি আমার এই দুই হাতে
তোমার দায়--দায়িত্ব, সম্ভার।
আমি ফেলবো না কখনো তোমায়
তুমি ফেলে চলে গিয়ে ছিলে বলে।
গভীর রাতে যে চিন্তারা ভীড়করে!
বাঁচার লোভে আলেয়াকে খোঁজে আলোর অভাবে,
তুমি তার আভাস বা নাগাল কোনটি পাওনি।
আমি এখনো আকণ্ঠ প্রেম পান করে
নেশায় বুঁদ হয়ে শুয়ে আছি প্রেমিকার অভাবে।
আর তুমি অন্য কারো ঘরণী,
স্বামী সন্তানে জীবন তোমার প্রবাহিনী।
আজ এই সুন্দর জ্যোৎস্না রাতে আমাকে
একলা ফেলে সকলে চলে গিয়েছে।
শুধু মুখ ভ্যামচানোর জন্য রয়ে গেছে
তোমার পরিচিত স্মৃতি মাখা পথ--প্রান্তর।
তারা আমাকে প্রতি মুহূর্তে বাধ্য করে
অতীতের হিজিবিজি লেখা ভরা খাতা খুলতে।
যেখানে তোমার নামে লেখা হাজার উপন্যাস।
আমি সেই শতাব্দী প্রাচীন খাতা খুলে দেখি
হাজার বছর দেখি না তোমায় শহর-বন্দর-প্রান্তরে।
যেখানে শব্দ আর নিঃশব্দরা এক সাথে রাত্রি যাপন করে।
তারিখ:-২০/১২/২০
সময়:-দুপুর ৩ টে