তোরা আমায় মিছে মিছে বলিস মা
আসলে আমি তোদের কেউ না।
ধর্ম ভয়েই অঞ্জলী দিস জলাঞ্জলীরর মতো
ভালোবাসার ফোঁটাও নেই আমাদের ব্যবধান শত।

আমিতো আর জন্ম দিইনি মাটির তৈরি মাত্র
জন্ম দায়নি মায়ের তোর আজকে ছিন্ন বস্ত্র।
ব্যাথায় দুঃখে আক্রান্ত আজ,বৃদ্ধ তাহার চোখ,
এসে এখানে শান্তি নেই আছে দুঃখ শোক।

শিব তো তবু অনেক ভালো ভালোবসে কত,
চারটি দিন এসেছি কিনা ভোলার বিরহ অবিরত।
ছাই ভস্ম মেখে তিনি বসে আছে আছেন দ্যাখো,
ছড়িয়ে ছিটিয়ে সংসার আমার,তেনাকে বোঝা দায়
ভয়ে ভক্তি তিনিও করেন?নাকি আসল  ভালোবাসটাই।

পটুটা পাড়া ক্লান্ত ভীষণ ধুঁকছে বসে একা
শুন্য রক্তে শিশুর শরীর যায়না চোখে দেখা।
প্রতিযোগিতায় হারিয়ে গেলো ভালোবাসা টা।
হাট-মাঠ আজ শুন্য করে শব্দ বাজির ধুম
অন্যদিকে ঢাকি পাড়া দ্যাখো রাত্রি কাটাই নির্ঘুম।


চিন্তা নেই, ধর্ম ভয়ে নাইবা দিলি পুজো-আরতি
আমিতো মা শ্বাশত জননী কেমন করে চাইব তোদের ক্ষতি।
যাই হোক এবার চললাম এসেছে বিদায় বেলা।
যাওয়ার আগে বলবো শুধু করিসনা-রে মানুষকে অবহেলা।
সৃষ্টির মাঝেই আছি আমি শয়ে দুঃখ-জ্বালা;

শিব-শিব বলি,ওরে তোদের চৈতন্য হোক
চাইনা আমার একশো আট পদ্ম,রকমারি ভোগ।
ভালোবাসা দিস আমায় তাতেই আমার হবে।
মানুষ যেন না থাকে আর ওরে অন্নাভাবে।

প্রসন্ন আমি তবেই হবো তোরা ভালোবাসতে শিখবি যবে।
যাওয়ার বেলা বলে যায় আসবো একটি বছর পরে,
আগামী বছর যেন দেখি মানুষ ঘরে ঘরে।

১২/১০/২১
সপ্তমী
রাত ১১ টা