এখনো অবনীরা কেউ বাড়ি ফেরেনি
কর্যের দায়ে শুন্য পুরুষ,গ্রাম
চন্ডী --মণ্ডপ থেকে আট চালা দুর্গা মন্দির..
সন্ধে নামে আজও হঠাৎ করেই।
শুন্য প্রাঙ্গণ জুড়ে নিকষ অন্ধকার
নিস্তব্ধতা এখানে লাসঘরের মতো নেমে আসে।

আমার পিঠেও ক্ষত অনেক বড়
তিন পুরুষ ধরে কাঁটাতারের লেগেই আছে।
তোমার পিঠেও লেগে আছে জানি,
পরিযায়ী শ্রমিকের তকমা।
নতুন পথের আবিষ্কার তোমার পায়ে আবার।
ভুলেগেছে সবাই তোমার কান্না,
তোমার ধর্ষণ--তোমার যন্ত্রণা।

সমাজ আমার সমাজ তোমার একি থেকে যায়
রাতের অন্ধকার আজও একই আছে,
ছায়ারা এখানে হারায়
অবনীরা বহু কাল--বহু কাল বাড়ী ফিরে নাই।