সব রং ছুড়ে ফেলে বিবর্ণ রংকে ভালোবাসার একটা আলাদা নিশ্চয়তা আছে।
পড়ে থাকা লাশ ঘরে হারানো আত্মারা
কখনো আপন জন খুঁজেছে কি?
পেয়েছে কখনো তারা আপনজন?
কেউ পাইনি
কেউ দেয়নি ভালোবাসা তাদের,
তাই আমার ভালোবাসা স্বপ্নে থাক।
যে যত্ন নিয়ে আমি ভালোবাসার মন্দির গড়েছিলেম, সে মন্দিরে তোমার মূর্তি ছিল পর্দা দেওয়া।
প্রাণ প্রতিষ্ঠার আগে,
ব্যাকুলতাই কখনো করেছো কি পর্দার উন্মোচন?
করোনি,কেউ করে না বলেই করোনি।
আসলে ভালোবাসার যে বড্ড মানি,
কোন কথাই যে হয়ে ওঠে অভিমানি
তা তুমিও ভাবোনি আমিও ভাবিনি।
আমার ভালোবাসা হাহাকার করতে করতে
যে কখন বেলা শেষের গান ধরেছে
করুন রাগে তার একতারাতে,
তার খবর পাওনি তুমিও তারাদের মতোই।
তাই আর এ অসময়ে ওর এই
একলা ক্ষত নিয়ে কোথায় ছেড়ে দেবো?
কাকে দিয়ে যাবো তার এত দায়--দায়িত্ব?
তার চেয়ে বরং ,
আমার ভালোবাসা স্বপ্নে থাক।
বেড়ে যাক বা মরে যাক নিজের মতো
অসহায় হয়ে বেঁচে থাকার চেয়ে।
তারিখ:০৯/১০/২০
সময়: রাত ১২ টা