কোনো আগত শীতের সন্ধ্যে বেলা
বিষণ্ণতা ভুলে সারাদিনের ক্লান্তি দূর রেখে
তুমি হয়তো আবারো দাঁড়াবে ........
আমাদের প্রেমের কারণে,
কিন্তু আমাদের দেখা হবে না।
বেশ কয়েকটা বছর চলে যাবে
দিন গড়িয়ে ঘন রাত নেমে আসবে আমার বারান্দায়।
বসন্ত এসে ফিরে যাবে দাবদাহ
আমরা মনে মনে ভাববো কত যুগ দেখি না!
তবু আমাদের দেখা হবে না।
দেখা হবে না কোনো পড়ন্ত বিকেলে
দেখা হবে না নবমীর আড্ডায়
দেখা হবে না বিজয়ে--উল্লাসে
দেখা হবে না দুর্গা ঠাকুর চলে যাওয়া ফাঁকা প্যান্ডেলে
কত গুলো বছর মাস পেরিয়ে যাবে।
তুমি নব বধূ রূপে বেনারসী গায়ে দিয়ে
আনন্দে চার হাত --চার চোখ এক করে নেবে,
নামের সাথে নাম মিলিয়ে সন্তান--সন্ততির নাম রাখবে
রক্তিম বা স্নিগ্ধা কিংবা সপ্তক।
কিন্তু আমাদের দেখা হবে না।
কোনো বই মেলা,কোনো রাস্তা,কোনো পার্বণে
আমাদের আর দেখা হবে না।
কতগুলো বছর পেরিয়ে নতুন মাস আসবে
ঘন অন্ধকার আসবে এ মন জুড়ে
তবু আমাদের আর দেখা হবে না।
তারিখ:-২৮/১১/২০
সময়:-দুপুর ৩ টা