উপপাদ্য চিত্র যাই হোক সম্পাদ্য চিত্র হতেই হবে।
সুন্দরের জন্য
একবার পরীক্ষার খাতায় সিগনেচার পেন দিয়ে এঁকেছিলাম সম্পাদ্য!
জানি নাম্বার পাব না
বীরেন্দ্র স্যার এক টানে কেটে দিলেন ।
সপ্তম শ্রেণির ছাত্র বটে
বাবাকে হাসতে হাসতে বলি।
বাবায় বলে সব্বনাশ
বাবাকে বলি টেনশান করোনা
কেটে কুটে লেটার মারক থাকবে ।
আজ ও সিগনেচার পেন দিয়ে
জীবনের সম্পাদ্য আঁকি।
দেখি নষ্টা কাকে বলে
কত প্রকার ও কী কী!
দেখি বিলাসী কত ভুজে বেষ্টিত !!