..
আমাদের কবিগুলো নক্ষত্র হয় ক্ষেত খামার হয়
আর কবিতাগুলো জল হয় ঠান্ডা জল
মাঝে মাঝে বাসী ফল, মদ ও হয়।
আমাদের কবিগুলো রাজা হয় বাদশা হয়
গোলাম হয় রাজাকার হয়
কবিতাগুলো ভাসে সস্তা বাজারের তেলে
দামী কাগজে চকচকা প্রচ্ছদে
যুবতীর সুরে সুরে।
আমাদের কবিগুলো সিগেরেট হয় সিগেরেটের ছাই হয়
বিড়ি হয়,বিরিশিরি সুমেশ্বরি নদীর বালু হয়
কংশের ঘোলা জল হয় শুকিয়ে যাওয়া, খরায় পোড়া চর হয়
প্রেমিকার ওড়না হয় গাঁজা হয়
কবিতা গুলো ভিজে কুয়াশায়,রোদে অসুখে ক্লেদে।
আমাদের কবিগুলো চিৎকার করে শিয়ালের মতো
চুরি করে জাতীয় সঙ্গীতের মতো নিরবে জাত কবির কবিতা
তৈরি করে সুদের ব্যাংক
তারপর দরবেশ হয় সাধু হয় হাসপাতালের দালাল হয়
তারপর কবিতাগুলো রোগী সাজে
ব্যথায় ছটফট করে শব্দগুলো ভাব উপমা অলংকরণ
আর কত সু ছন্দের গন্ধ পতন ।
আমাদের কবিগুলো জন্ম হবার আগেই ছবি হয় রবি হয়
তারপর কবিতাগুলো খবিশের মতো গণিকালয়ে যায়
রাত কাটায় রেল স্টেশনে বা মহাজনের গোয়াল ঘরে।
অদ্ভুৎ আমাদের দরবেশি কবিগণ
আর সনদি কবিতিকা।।