ধুইতে পারো জামা তুমি
গাইতে পারো শামা,
সুযোগ বুঝে ডাকতে পারো
আপন ভাইকে মামা।
ছুঁইতে পারো মন খুশিতে
কইতে পারো কথা,
বদলে যেতে পারো বটে
ভাবেরচারুলতা।
নুইতে পারো ইচ্ছে হলে
বইতে পারো বেশ,
নায়ে গেলে বাঁয়ে উড়াও
উতাল আওলাকেশ।

ছিলতে পারো যখন তখন
গিলতে পারো ক্ষুধায়,
ধাক্কা দিয়ে ফেলতে পারো
সুযোগ বুঝে সদায়।।